নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২৩ মার্চ মঙ্গলবার যশোর মণিরামপুরে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ এর অর্থায়নে উলাসী সৃজনী সংঘ বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর (৫) মণিরামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এসএম ইয়াকুব আলী,প্রধান অতিথির বক্তব্যকালে বলেন,নারীদের সকলকে সচেতন হতে হবে।
আঙিনার আশপাশে কৃষি সবজি চাষ,হাঁস মুরগী, এবং পাশাপাশি, মাছ চাষ করতে হবে।বিনা কীটনাশকে,টাটকা সবজি সদাপাতি দোকানে বিক্রি করলে যেমন দেশের উন্নয়ন হবে তেমনি টাটকা সবজি খেলে শরীর সুস্থ থাকবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ১ ইঞ্চি খালি জমি ফেলানো থাকবে না তাহলে দেশের সবজির চাহিদা পূরণ করে বিদেশের রপ্তানি করা যাবে। নারীদের পাশাপাশি পুরুষদের নারীদের সকল কাজের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।বক্তব্য শেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম,স্বাগত বক্তব্য রাখেন উলাসি সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মণি,ঝাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু,।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মৌসুমি আক্তার সহ মণিরামপুর উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, এছাড়া উপজেলা এসোসিয়েশনের সভাপতি
নাজমা খাতুন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বন্যা দাশ সহ অন্যান্য সদস্য বৃন্দ।
সার্বিক দায়িত্ব পালন করেন নারীর ক্ষমতায়ণ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর জনাব হারুন -অর রশীদ,ও উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর সোনিয়া বিশ্বাস।