মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “ত্যাগ”

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মুহাঃ মোশাররফ হোসেন:

জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে
শুধু তোমার কথা ভাবি আমি,
তোমাকে যে চেয়েছিলাম
এই পৃথিবীর মাঝে সুখি দেখতে আমি।

তুমি কি জানো?
হাসলে তোমায় কতটা ভাল লাগে?
হয়তো তুমি জানো না
তোমার ঐ হাসি লাগে আমার হৃদয়ভাগে।

একটু শুনবে..
রাখবে তো আমার কথা?
আজি আয়নার সামনে দাঁড়িয়ে
খোলা চুলগুলো মেলিয়ে,
একটু হাসবে আমার জন্যে!
আমার মনের শুন্য ক্যানভাসে
আমি এঁকে রাখবো তোমার জন্যে।

হয়তো চিন্তা করছো:
একি পাগল?
কি যে সব বলে উঠে,
আসলে তোমার কথা ভেবে
সত্যি আমি পাগল নয় শুধু হয়েছি ছাগলো বটে।।।।

error: Content is protected !!