আজ সারা ভারতের বিভিন্ন যায়গার সাথে সিরাকল মহাবিদ্যালয়ে উদযাপিত হল ভাষা দিবস

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

সারা বিশ্বের বাঙ্গালী জাতির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশের সাথে ভারতের নয়াদিল্লিতে ভারতে অবস্থিত দিল্লি বাংলাদেশের দূতাবাসে এবং কলকাতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরণিতে অবস্থিত উপদূতবাসে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

পশ্চিম বাংলা ছাড়া ত্রিপুরা রাজ্য ও অসমের বিভিন্ন যায়গার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা দিবসে ভাষা আন্দোলনের সাথে যুক্ত সকল শহীদ এর কথা স্মরণ করেন। যাদের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পশ্চিম বাংলা র বহু ক্লাব ও ভারতের জাতীয় কংগ্রেসের বিধান ভবন ও অন্যান্য রাজনৈতিক দল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন। আজ পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সিরাকল মহাবিদ্যালয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সিরাকল মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত হন ও বক্তব্য রাখেন পশ্চিম বাংলা র রামকৃষ্ণ মিশন এর মহারাজা স্বামী ভুমেশনন্দজি এবং স্বামী একাচিত্তানন্দজি মহারাজ। আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাকল মহাবিদ্যালয়ে অধ্যাপক ড সমীরণ দাস । এই সভাটি পরিচালনা করেন মহাবিদ্যালয় কমিটির সভাপতি শ্রী দুলাল দাস এবং আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মাতৃভাষা র উপর আলোকপাত করেন অধ্যাপক ড রেজওয়ান ইসলাম। সভাটি পরিচালনা করেন এই মহাবিদ্যালয়ে র কর্মচারী মোদাসের সিপাই ও দেবাশীষ মাইতি। অনুষ্ঠানে এই মহাবিদ্যালয়ে র এ কিউ এ সি র সকল ছাত্র ও ছাত্রীরা উপস্তিত ছিলেন।

error: Content is protected !!