মুন্সীগঞ্জ প্রতিনিধি:
দৈনিক দেশ সেবা পত্রিকার শ্রীনগর উপজেলা প্রতিনিধি, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শরিফুল খান প্লাবন ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজের স্টাফ রিপোর্টার, ঢাকা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার রাকার একমাত্র কন্যা সন্তান ইন্নাস সাফা খানের জন্মদিন আজ।
২০২১ সালের ১২ই মার্চ শুক্রবার প্লাবন রাকার
কুল জুড়ে আসে তাদের একমাত্র কন্যা ইন্নাস সাফা খান। ইন্নাস সাফার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। সেই সাথে দীর্ঘায়ু কামনা করেছেন ইন্নাস সাফার পিতা-মাতা,ফুপু নানা- নানি, সহ সকল আত্মীয়-স্বজনরা আগামী দিনে সুস্বাস্থ্য সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দোয়া কামনা করেন।
ইন্নাস সাফার জন্মদিনে বাবা শরিফুল খান প্লাবন বলেন- তুই সারাজীবন বাবার রাজকন্যা হয়ে থাকবি। তোর মাঝে আমি আমাকে প্রতিষ্ঠা করতে চাই। আমার না পাওয়া গুলো তুই পুরন করবি। তোর কাছে একটাই চাওয়া জীবনে হতাশ হবি না, অল্পতেই সন্তুষ্ট থাকবি, অহংকার, ঘৃণা যেন তকে স্পর্শ করতে না পারে। সর্বোপরি একজন মানুষ হয়ে উঠবি। যে হবে মানবিক ও শিক্ষিত মানুষ।
মেয়ের জন্মদিনে মা স্বপ্না আক্তার রাকা বলেন – আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তিনি যেনো আমার মেয়েকে তার দেখানো দীনের পথে চলতে পারে। দেশ ও মানুষের জন্য কিছু করতে পারে।