আজ যশোরের মনিরামপুর তাপমাত্রা ৪৩ ডিগ্রি: বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

লেখক: Champa Biswas
প্রকাশ: 6 months ago

অনলাইন ডেস্কঃ 

দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে যশোর জেলার মনিরামপুরের দিনমজুর ও শ্রমজীবী মানুষ। আজও যশোর মনিরামপুরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী।

সোমবার (২৯ এপ্রিল) অতীতের সকল রেকর্ড ভেঙে বেলা ২ টায় যশোরের মনিরামপুরের তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৩ ডিগ্রিতে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত যশোর মনিরামপুরের জনজীবন। লোকশূন্য হয়ে পড়েছে মনিরামপুর শহর। শিশু থেকে বৃদ্ধ, পশুপাখি সকলেই তীব্র এই তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। অসহনীয় এই গরমে লোডশেডিংয়ে জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। আবহাওয়ার এ পরিস্থিতিতে মানুষ তাদের কর্ম রুটিনের পরিবর্তন এনেছেন। সকালের দিকে শহরের রাস্তায় লোক চলাচল কম থাকছে, বাড়ছে বিকেলের পর। দাপ্তরিক কাজ ছাড়া মানুষ তাদের প্রাত্যহিক অন্যান্য কাজ বিকেলেই সারছেন। যারা বাইরে বেরুচ্ছেন তারা অধিকাংশই ছাতা সাথে নিচ্ছেন। সহজেই হাফিয়ে উঠছেন সকলে। সুযোগ পেলেই ছায়ার কোনো স্থান খুঁজে নিচ্ছেন মানুষ।

বেলা ১২টায় আজ যশোর মনিরামপুরের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। বেলা দুইটায় সেই তাপমাত্রার পারদ যেয়ে দাঁড়ায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। খুলনা আবহাওয়া বলছে, দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।

মুহা, মোশাররফ হোসেন/নিউজ বিডি জার্নালিস্ট ২৪ 

error: Content is protected !!