আজ মোদী মামলায় স্বস্তি রাহুলের, ফিরে পেতে চলেছে লোকসভার সদস্য পদ

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধী কে স্বস্তি দিল। এদিন ২০১৯,সালে, ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনে গিয়ে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন যে আমাদের দুর্ভাগ্য যে এই দেশের মোদী বলে যাদের মান্যতা দেওয়া হয় তাদের মধ্যে অনেক চোর আছে। এই সভায় তাঁর বক্তব্য কে গুজরাট রাজ্যের এক বি জে পি নেতা পূনেরশ মোদী সুরাট নিন্ম আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার জেরে গতবছর ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ও লোক সভার রাহুল গান্ধী কে সাজা প্রদান করে এবং ভারতের লোকসভার সদস্য পদ থেকে বহিষ্কার করার দাবি করেন নিন্ম আদালতে র বিচারপতি। এই ঘটনার পর সারা ভারতের বিভিন্ন যায়গায় বিক্ষোভ প্রদর্শন করে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। পরে ভারতের লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা রাহুল গান্ধী কে লোকসভার সদস্য পদ খারিজ করে। এই ঘটনা ঘটনার পর ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী ও ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য রা লোকসভায় ও রাজ্যসভায় বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তায় নেমে আসে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। এই ঘটনা নিয়ে রাহুল গান্ধী গুজরাট রাজ্যের হাইকোর্টে রিট আবেদন করেন। কিন্তু গুজরাট রাজ্যের হাইকোর্ট নিন্ম আদালতে র রায় বাহাল রাখে। তার ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আবেদন করেন এবং আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড় ডিভিশন বেঞ্চ গুজরাট রাজ্যের হাইকোর্টে র নির্দেশ খারিজ করে দেন এবং ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও লোকসভার সদস্য রাহুল গান্ধী কে লোকসভার সদস্য হিসেবে কাজ করার সুযোগ করে দেন। ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী হিসেবে লড়াই করেন, শ্রী অভিষেক হিঙ সিঙভী। তবে এই মামলা চলতে থাকবে পরবর্তী শুনানি পযন্ত।

error: Content is protected !!