আজ বিশ্ব প্রেমিকা দিবস

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

আজ বিশ্ব প্রেমিকা দিবস

বিচিত্র খবরঃ

আজ পহেলা আগস্ট।
প্রেমিকার মন জয়ের দিন। প্রেম আর প্রেমিকার জন্য আজ ১ নম্বর দিন। ৩৬৫ দিন অপেক্ষা কেবল আজকের দিনের সেলিব্রেশনের জন্য।আমেরিকার মানুষ আজ প্রেম নিবেদন করেন প্রেমিকাকে। প্রেমিকার জন্যই আজ সব রকম হুল্লোড় আর উদ্‌যাপন।বাংলার মধ্যযুগের এক কবি বড়ু চণ্ডীদাসের সর্বশ্রেষ্ঠ মানবিক বাণী- ‘সবার ওপরে প্রেম সত্য, তাহার ওপরে নেই’।

বিশ্বাস হচ্ছে না? ২৪ ঘণ্টাকে ‘ঢপবাজ’ মনে হচ্ছে, গুগুল করুন। ন্যাশনাল গার্লফ্রেন্ডস ডে লিখে সার্চ করুন। মিলে যাবে হুবুহু, গুগুলের কথা আর ২৪ ঘণ্টা ডট কমের কথা।

‘প্রেম হোক, সবাই সমান হোক’-এই সূত্রেই গোটা আমেরিকা দিবসটি পালিত হয়।

আজ এপ্রিল নয়, তাই ‘এপ্রিল ফুল’ করার প্রশ্নই ওঠে না। বরং আজ ফুল দেওয়ার দিন। গোলাপ, রজনী অথবা চামেলি কিংবা চম্পা, দ্বিধাহীনতায় না ভুগে আজ প্রেমিকার মন জয়ের দিন। অধিকার নয়, জয়। না এখানে কোনও ‘সেক্স’ নেই, আছে টেক্সট। প্রেমিকার কাছে প্রেম পৌঁছে দেওয়া। প্রেমিকার জন্যই আজ সব রকম হুল্লোড় আর উদযাপন।

উভকাম, সমকাম, কামহীন-এসবের ফান্ডা নেই। মা, বোন, দিদি, অফিসের সহকর্মী, সহপাঠী, সহধর্মিনী-সবার পরিচয়ই আজ প্রেমিকা। ‘ভালোবাসার টাগ ওয়ার’ নেই, বরং ‘প্রেম হোক, সবাই সমান হোক’-এই সূত্রেই গোটা আমেরিকা আজ প্রেমিকায় আছে।

আপনিই বোধহয় নেই প্রেমিকায়। নাকি আছেন? ভাবছেন কীভাবে হবে প্রেমিকা দিবসের সেলিব্রেশন? অঙ্ক শেখার সহজ উপায় বা ভালো ইংরেজি বলার সহজ কিছু ছোট ছোট টিপস রইল-

‘আজ মন চেয়েছে হারিয়ে যেতে’ মন চায় মঙ্গলে গিয়ে একলা হতে। সম্ভব নয়। তবে সম্ভব গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে অনন্ত পথ একসঙ্গে চলা। সহকর্মী, সহপাঠী কিংবা অর্ধাঙ্গিনী, আপনি চালক হলে তিনি নিশ্চয়ই কন্ডাক্টর হবেন না। বরং ককপিটে বসে পাইলট যেদিকে বিমান নিয়ে যাব সঙ্গী যাবে সেই পথেই।

‘মুখ মিষ্টি’ মিষ্টিতে ডায়াবেটিস আতঙ্ক থাকলে ঝালও হতে পারে। আসল কথাটা হল ক্যান্ডল লাইট ডিনার অথবা বর্ষার ইলিশের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা। ভোজন রসিকদের জন্য পার্টি আজ জমবেই। ট্রাই করে দেখতে পারনে।

প্রেমিকা দিবসের উদযাপনের জন্য সমাজের চাপিয়ে দেওয়া রিলেশনশিপের প্রয়োজন নেই। প্রেম উৎসর্গ করতে আজ দরকার নেই গার্লফ্রেন্ডের। সাজতে হবে না মেয়েও। নিজের মতই থেকে বেশ মজায় কাটানো যায়, সেকেন্ড, ঘণ্টা, মুহূর্ত, দিন, রাত। আপনার মাথা রাখার জন্য যে কাঁধ আপনার বালিশ হয়েছে, যে বুকে আপনি নিরপত্তা পেয়েছেন, যে কোলে মাথা দিয়ে হাওয়া-হাওয়াই হয়েছেন, যে হাতের কোমল স্পর্শ আপনাকে শিহোরিত করেছে তা কেবল ‘প্রেমিকা’ হবে, এমনটা ভেবে সংকীর্ণবোধে জর্জরিত না হয়ে ‘সবার ওপরে প্রেম সত্য, তাহার ওপরে নেই’-এই জয়ধ্বনি দিন।

আজ সেই দিন। একটা গোটা বছরে ৩৬৫ দিনের মধ্যে ১,২০০টা ন্যাশনাল ডে উদযাপিত হয় গোটা দুনিয়ায়। কেউ এটার উদযাপনে মত্ত তো কেউ এটায়। তবে কিছু দিন হওয়া উচিত, সার্বিক ও সর্বজনীন। যেমন আজ।

error: Content is protected !!