অনলাইন ডেস্কঃ
দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যেদিন যাচ্ছে সেটায় মনে হচ্ছে ভালো আর যেটা আসছে সেটায় খারাপ সবচেয়ে বেশি বিপাকে যশোর জেলার মানুষ। তার মধ্যে যশোর মনিরামপুর উপজেলার তাপমাত্রা আজও ঊর্ধ্বমুখী।
বুধবার (১লা মে) দুপুর ৩ টায় যশোরের মনিরামপুর উপজেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৩ ডিগ্রিতে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত আজ যশোর মনিরামপুর উপজেলার জনজীবন। লোকশূন্য হয়ে পড়েছে মনিরামপুর উপজেলা শহর এবং আশেপাশের গ্রাম। শিশু থেকে বৃদ্ধ, পশুপাখি সকলেই তীব্র এই তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। অসহনীয় এই গরমে লোডশেডিংয়ে আপাতত কম হচ্ছে বলে সাধারণ মানুষ একটু স্বস্তিতে বাড়ি থাকতে পারছে।
আবহাওয়া অফিসের কথানুযায়ী আগামিকাল থেকে রোদের তাপ একটু কমবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া আগামি ৫ এবং ৬ মে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বৃষ্টি হলেই গরমের তাপ কমে যাবে বলে আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন।
মুহা, মোশাররফ হোসেন/নিউজ বিডি জার্নালিস্ট ২৪