আগামী ৭ দিনের মধ্যে মেট্রোরেল চালু হচ্ছে সেতু উপদেষ্টা

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

ডেস্ক রিপোর্ট :

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য; সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। মন্ত্রণালয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন করতে হবে। আর এজন্য দুর্নীতি রোধ করতে হবে। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

’৭১-এর মুক্তিযুদ্ধে শহিদ ও জুলাই মাসে ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, এ সরকার বানের জলে ভেসে আসা সরকার না। সরকার যে কোনও ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। এ ছাড়াও, সভায় উপদেষ্টা গুণগত মান বজায় রেখে সব কাজে ব্যয় সংকোচনের পরামর্শ দেন। একই সাথে টেন্ডারিং’র কাজে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সি, বিশ্বাস/ নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

error: Content is protected !!