ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
ভারতের প্রচীনতম পশ্চিম বাংলা র হুগলি জেলার বৈদ্যবাটি তে অনুষ্ঠিত হতে চলেছে বড় হুজুর পাকের উরুস মোবারক। এই পবিত্র দরবার টি প্রায় ৫০০শত, বৎসরের বেশি সময় ধরে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের জন্য হেদায়েতের কাজ করে আসছে। শুধু তাই নয়। এই পবিত্র বৈদ্যবাটি তে আসেন সকল ধর্মের মানুষ। তারা তাদের বিভিন্ন মনের বাসনা নিয়ে দরবার শরীফের কাছে আসেন। এবং তারা মহান আল্লাহ পাকের কাছে বিভিন্ন মান্নত করে থাকেন পীর ও ওলীদের অছিলা করে।
বর্তমানে এই পবিত্র দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সৈয়দ শাহ আল্লামা পীর হামিদুল ইসলাম চিশতী এবং সৈয়দ শাহ হজরত মাওলানা আল্লামা পীরজাদা শামিরুল ইসলাম চিশতী জানান যে আগামী ২০ই, এপ্রিল বৈদ্যবাটি তে প্রতি বছরের ন্যায় এ বছর উরুস মোবারক পালিত হবে। তার জন্য সকলকেই আসার জন্য আবেদন রাখেন এবং দোয়ায় সামিল হবার জন্য অনুরোধ করেন।
এই পবিত্র দরবার শরীফের ভারত ছাড়া বাংলাদেশ ও ভারতের বাইরে লক্ষ্য লক্ষ্য মুরিদ রয়েছে। এই দরবার শরীফে আসতে গেলে ট্রেন থেকে জয়রাম বাটিতে নামতে পারেন নতুবা কলকাতার ধর্মতলা থেকে বহু বাস বৈদ্যবাটি তে আসে। বৈদ্যবাটি তে আসতে বহু বাস ও অটো রিক্সা ও গাড়ি রয়েছে।