কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের দাদামা বেজে উঠলো।আর কয়েক দিন বাদে এই রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্যের দুই দফায় ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশন শ্রী রাজীব কুমার। তিনি বলেন যে আগামী নভেম্বরের মাসের ১৩,ই নভেম্বর এবং ২০,ই নভেম্বর ভোট গ্রহণ হবে। কারণ হিসেবে জানা গেছে যে এই রাজ্যের কিছু যায়গায় নকশাল এরিয়া রয়েছে।
এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিছুদিন আগে দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।সেই সময় তার যায়গায় বসেন মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেন। দীর্ঘদিন জেল হাজতে থাকার পর ফিরে আসেন এবং মুখ্যমন্ত্রী দাবিদার চান। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেন পদত্যাগ করে বিজেপি তে যোগদান করেন। বিগত লোকসভা নির্বাচনে এই রাজ্যের ভালো ফল করে বিজেপি। কিন্তু বিধান সভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটা বুঝতে পারা যাচ্ছে না। কারণ এই রাজ্যের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাথে ভারতের জাতীয় কংগ্রেস ও আর জে ডি ও সি পি আই এম নিয়ে ইন্ডিয়া জোট বেঁধে নির্বাচনে লড়াই করছে। অপরদিকে বিজেপি ও বাবুলাল মারান্ডী সাথে জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়েছে।
এখন দেখার বিষয় হেমন্ত সোরেন কি আবার ফিরে আসবে না বিজেপি নেতৃত্ব ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে। এই রাজ্যের মোট বিধান সভা ৮১,টি।তার মধ্যে যে দল ৪২, টি আসন দখল করবে সেই দল এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। অন্যদিকে ভারতের মহারাষ্ট্রে আগামী ২০,ই নভেম্বর বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্যের মোট বিধান সভা ২৮৮টি।
এর মধ্যে যে দল ১৪৫, টি আসন দখল করতে পারবে সেই দল আগামী দিনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এই রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল বিক্ষুব্ধ শিবসেনা এর প্রধান একনাথ শিন্ডে ও বিজেপি এবং এন সি পি বিক্ষুব্ধ গোষ্ঠী অজিত পাওয়ার। অন্যদিকে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস ও শিবসেনার সাবেক মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ও এন সি পি নেতা শারদ পাওয়ারের দল। এরা ইন্ডিয়া জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়েছে।গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফল করে।
৪৮ টি লোকসভার মধ্যে ইন্ডিয়া জোট পায় ৩০ টি আসন। এবং বিজেপি ও বিক্ষুব্ধ শিবসেনা ও এন সি পি বিক্ষুব্ধ পায় ১৮ টি আসন। তবে মহারাষ্ট্রের নির্বাচনে ভালো ফল করতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। আগামী ২৩ শে নভেম্বর বিধান সভার নির্বাচন এর ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশন শ্রী রাজীব কুমার।