আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুণরায় নির্বাচিত করতে হবে- সালাম মূর্শেদী এমপি

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার: 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন , বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অর্থনৈতিক মুক্তির দ্বারপ্রান্তে।কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। দলের প্রত্যেকটি নেতা-কর্মীকে সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা দিলে তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। সালাম মূর্শেদী বলেন , গ্রামে-গঞ্জে অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য তাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হচ্ছে।এটা একমাত্র বঙ্গবন্ধু কন্যার দ্বারা সম্ভব হয়েছে। তিনি বলেন , আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়।দেশের মানুষ তাদের নাগরিক সুযোগ-সুবিধা পায়। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পুণরায় নির্বাচিত করতে হবে। তিনি ১১ নভেম্বর ২০২৩ শনিবার বিকেল ৪ টায় দিঘলিয়া উপজেলা পরিষদের সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর ঐচ্ছিক তহবিল থেকে নগদ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম , জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন , দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল , সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান , গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু , বারাকপুর ইউপি চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল , আ’লীগ নেতা কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল , শেখ আনছার আলী , যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলাম , শেখ ইয়াজুল ইসলাম , শেখ ফরহাদ হোসেন ফারাক , অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ , দিঘলিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক , সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ , যুগ্ম-সম্পাদক কেএম আসাদুজ্জামান , সহ-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম , ক্রীড়া সম্পাদক রানা মোল্লা, কৃষক লীগ নেতা শেখ আব্দুর রহমান , দেলোয়ার হোসেন, মোঃ জাকারিয়া , শুকুর আলী মোল্লা প্রমুখ। এরপর তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগ আয়োজিত যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা , আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম , উপজেলা আ’ওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম , সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনসহ আরো অনেক নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

error: Content is protected !!