স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
আগামীকাল যশোরের বিশিষ্ট সমাজ ও সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সদ্য অবসরপ্রাপ্ত রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার জনাব মোস্তাফিজুর রহমান (কাবুল) এর চতুর্থ মৃত্যু বার্ষিকী।
তিনি একাধারে লেখক-কলামিষ্ট,সাবেক শ্রমিক নেতা এবং পাঠাগার সংগঠক। তিনি যশোর ইনস্টিটিউট ২০০৯-১২ এবং ২০১২-১৫ মেয়াদে নির্বাচিত হন। প্রথমে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সহ-সম্পাদকের দায়িত্ব পান এবং পরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা শিল্পকলা একাডেমী, নান্নু চৌধুরী ওয়েল ফেয়ার ট্রাস্টের সদস্য, সেখহাটী তরুন সংঘের জীবন সদস্য, 'মৃত্তিকা' লিটন ম্যাগাজিনের উপদেষ্টা, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটির অন্যতম সদস্য, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মনিরামপুর সমিতি, যশোর এর প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক।
কমঃ মোস্তাফিজুর রহমান কাবুল ১৯৬১ সালের ১লা জানুয়ারী যশোর জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এর ঐতিহ্যবাহী ঝাঁপা বাওড়ের পাশে ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব মোঃ বজলুর রহামান, মাতার নাম মোসাঃ জাহানারা খাতুন, এক বোন, ছয় ভাই।
তিনি ঝাঁপা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে প্রাথমিক শিক্ষা শেষে রাজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে কৃতিত্বের সাথে এস.এস সি পাশ করেন। ১৯৭৯ সালে কেশবপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৭ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে তিনি কেশবপুর কলেজে যাতায়াত করতেন।
সরকারি এম এম কলেজ থেকে ১৯৮০/৮৫ সালে অর্থনীতিতে বি,এ অনার্স (অর্থনীতি)তে পাশ করেন। এসময় তিনি বারান্দীপাড়ায় একটি মেসে ছিলেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এম,এ এল,এল বি ডিগ্রি অর্জন করেন।