আকিজ জুট মিলে “উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোরের নওয়াপাড়া আকিজ দরবার হলে আকিজ গ্রুপের চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন, সিআইপি এর সভাপতিত্বে “উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ শে মে রবিবার ৩, ৩০ ঘটিকার সময় আকিজ জুট মিলস, লিমিটেড দরবার হলে এই শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ,এইচ,এম আহসান, ভাইস-চেয়ারম্যান এন্ড সিইও, ইপিবি (অতিরিক্ত সচিব)ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুর রহমান, মহাপরিচালক,ইপিবি (অতিরিক্ত সচিব)। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এন্ড সিইও , ইপিবি (অতিরিক্ত সচিব) ও মহাপরিচালক,ইপিবি (অতিরিক্ত সচিব) আকিজ জুট মিলস্ লি:, যশোরে উপস্থিত হলে লাল গালিচা সম্বর্ধনা ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের নির্বাহি পরিচালক সহ সকল উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। আকিজ গ্রুপের চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এন্ড সিইও, ইপিবি (অতিরিক্ত সচিব) ও মহাপরিচালক,ইপিবি (অতিরিক্ত সচিব) কে আকিজ জুট মিল পরিদর্শনে আসায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আমাদের আব্বার নীতিতেই বিশ্বাসী হয়ে আমাদের ব্যবসা চালাচ্ছি । আমার আব্বা বলে গেছেন, কিনবেন কম, বেচবেন বেশি” । এই মূলধনকে পুঁজি করে আমাদের আব্বার দেওয়া ব্যাবসা আলহামদুলিল্লাহ্ আমরা আজ পর্যন্ত নিয়ে এসেছি। তিনি আকিজ জুট মিল তথা পাট শিল্পের উন্নয়নে রপ্তানি উন্নয়ন ব্যুরর সহযোগিতা কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আকিজ জুট মিলস্ লিঃ নির্বাহি পরিচালক জনাব শেখ আব্দুল হাকিম প্রমুখ ।

 

error: Content is protected !!