সোহেল রানাঃ
যশোরের বেনাপোল থেকে অস্ত্র-গুলি ম্যাগাজিনসহ মারুফ হোসেন (৩৭) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক মারুফ বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের (ওসি) রুপন কুমার সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (এসআই) রইস আহমেদ, (এএসআই) ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটি টিম বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় কৃষ্ণপুরের জনৈক নুরুল ইসলামের বাড়ির পাশে রাস্তার উপর থেকে মারুফকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি পাওয়া যায়। আটক মারুফের বিরুদ্ধে ৬টি মাদক মামলা, ১ টি অস্ত্র মামলাসহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি ওয়ারেন্ট মূলতবী রয়েছে। আটক মারুফকে পোর্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।