অসন্তুষ্টির মধ্য দিয়ে সিমাখালী ঈদগাঁয়ে ঈদের জামাত অনুষ্ঠিত

লেখক: mosharraf hossain
প্রকাশ: 8 months ago

রাশেদ রেজা, বিশেষ প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী সিমাখালী ঈদগা ময়দানে সকাল ৯ টায় খোলা আকাশে নিচে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায়, অসন্তুষ্টি প্রকাশ করেছে মুসল্লিরা।

মাওলানা মুফতি রবিউল ইসলাম রাফের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আশপাশের প্রায় ৮/১০ গ্রামের ধর্মপরায়ণ মুসল্লিরা প্রতিবারের ন্যায় এবারো ঈদের জামাতে শরিক হয়ে নামাজ আদায় করেন।

সিমাখালী ঈদগাঁ মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ সেলিম রেজা দৈনিক সমর সামসাময়িকে জানান, সুষ্ঠুভাবে এবারে ঈদের জামাত আমাদের ঐতিহ্যবাহী ঈদগা ময়দানে সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে, কিন্তু বিগত সময়ের মতো এখন আর জামাতে মুসল্লিরা হয় না, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আশপাশের বিভিন্ন মসজিদ কেন্দ্রিক ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কারণে ঈদের জামাতে মুসল্লির সংখ্যা কমে গেছে এতে ঈদগায়ে ঐতিহ্য ধরে রাখতে বেগ পেতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুসল্লি বলেন, ঈদ্গা পরিস্কার পরিচ্ছন্নতা হলেও প্রচন্ড গরমে ঈদের নামাজ পড়তে আমাদের অনেক কষ্ট হয়, আশপাশে গাছের ছায়ায় কিছুটা স্বস্তি থাকলেও পুরো মাঠ জুড়ে সামিয়ানা না থাকাই গরম ও রৌদ্রে নামাজ পড়তে আমাদেরও মুসল্লিদের অনেক কষ্ট হয়েছে, আশাকরি কর্তৃপক্ষের সুদৃষ্টি আশা করছি, অনতিবিলম্বে আসন্ন ঈদগুলোতে সুব্যবস্থাপনার মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হোক সেই প্রত্যাশা করি।

error: Content is protected !!