অলিয়ার রহমানের লেখা কবিতা “মানব জনম”

লেখক: Champa Biswas
প্রকাশ: 5 months ago

মানব জনম

মানব জনম যাচ্ছে কেটে

বালুর ঝড়ে পথ হারিয়ে,

হিসাব মিলায় স্বপ্ন ঘেঁটে

দুঃখ নদীর ঢেউ পেরিয়ে।

 

স্বার্থ ছাড়া মানুষ কেবল

বইয়ের পাতায় অলংকৃত,

পিছন থেকে মারছে ছোবল

করছে জনম কলঙ্কিত।

 

তারাই আবার সমাজ নেতা

করছে শাসন সভ্যতাকে,

মুখের ভাষায় পঙ্কিলতা

গল্প কথার ভাষণ হাঁকে।

 

আমরা যারা তুচ্ছ মানুষ

বিবেক টুকু আঁকড়ে ধরি,

তাদের জোটে দুঃখ ফানুস

বাঁচার সাথে আঁতাত করি।

 

বিবেক টুকু আছে বলেই

আয়নাতে রোজ মুখটা দেখি,

বুকের জমা বরফ গলেই

দুঃখের তরী বাইতে শিখি।

error: Content is protected !!