অমর ২১শে ফেব্রুয়ারী

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

অমর ২১শে ফেব্রুয়ারী
মুহাঃ মোশাররফ হোসে

বছর শেষে ২১শে ফেব্রুয়ারী
আসে বছর ঘুরে!
ছালাম বরকত রফিক জব্বার
আসবেনাতো তারা আর ফিরে।

বাংলা মায়ের জন্য
যারা দিয়েছে জীবন,
সেই তারাই রক্ত দিয়ে
জীবন করেছে বরন।

যাদের জন্য পেয়েছি এ ভাষা
তাদেরকে দিবোনা ছুড়ে,
স্মৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুড়ে।

তাদের জন্য মোরা পেয়েছি
এই বাংলা ভাষা,
স্বাধীন ভাবে কথা বলি
মিটাই মনের আশা।

বাংলা মায়ের বাংলা ভাষায়
ডাকছে তারা আয়,
রক্ত তাদের হয়নি বৃথা
দেখবে বলে যায়।

রক্ত ভেজা তাদের স্মৃতিগুলো
আজো মনে পড়ে,
সবাই আশা নিয়ে আছে
কোথায় তারা আসেনাতো ফিরে?

error: Content is protected !!