অভয়নগরে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ দুর্গোৎসব প্রতিমা সাজসজ্জার প্রস্তুতির কাজ চলছে প্রায় ১৪০টি মন্ডপে
ডেস্ক রিপোর্টঃ
আর মাত্র কয়েকদিন বাকি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গোৎসব পুজা।অভয়নগরে ১৩৪ টি মন্ডপে চলছে শেষ সময়ের দেবী দুর্গা প্রস্তুতের কাজ। ধরণীতে এখন শরৎ। মহালয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গা পুজার আনুষ্ঠানিকতা। দেবীপক্ষের প্রতিপদ তিথি। শারদীয়া নবরাত্রি যারা পালন করেন,তাদের সেদিন থেকেই পুজো শুরু। মর্তে আসছে দেবী দুর্গা। এবার দুর্গা পুজার মহাবিপদর্যয়।
এ বছর দেবী মা আসছেন ঘটকে অর্থাৎ ঘোড়ায় আর যাবেনও ঘটকে চড়ে। এ বছর দেবী আগমনে ধ্বংস ও অস্থিরতার বার্তা রয়েছে। দুর্গা পুজায় আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড়।
বাংলাদেশ পুজা উদযাপন কমিটির অভয়নগর থানা কমিটির সভাপতি বিষ্ণু পদ দত্ত ও বাঘুটিয়া ইউনিয়ন কমিটির সেক্রেটারি তাপস দাস বলেন, শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে প্রতীমা রুপ দেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। উপজেলার বিভিন্ন মন্ডপে ব্যতিক্রমধর্মী নানা দেব দেবীর প্রতীমা তৈরী করছেন। শিল্পীদের নিপুণ হাতে ইতিমধ্যে মাটির কাজ শেষ করে এখন চলছে রঙ তুলির কাজ। তবে প্রশাসন ইতিমধ্যে প্রতিটি মন্ডপে মন্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছেন। প্রতিদিন রাতে প্রশাসন মন্ডপে মন্ডপে টহল পুলিশ পরিদর্শন করছেন।
প্রতীমা নির্মাণের কারিগর প্রদীপ পাল বলেন, আমরা রাত দিন কাজ করছি। সেই বিষয়টি মাথায় রেখে রাত দিন কাজ চলছে আরও কয়েকটি মন্ডপে। আমরা এবার ভক্তদের দৃষ্টি আকর্ষণের জন্য কাজ চালিয়ে যাচ্ছি।
মধ্যপুর রাহা পাড়ার মন্দিরের সভাপতি সাধন চ্ন্দ্র রাহা বলেন, যেহেতু মা দেবী দুর্গা এ বছর ঘোড়ায় আগমণ। মহবিপর্যয়ের সংকেত রয়েছে তাই আমরা মা দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা তিনি যেন আমাদের রক্ষা করেন।
এবার চলুন জেনে নেয়া যাক ২০২৩ সালের মহালয়া দুর্গাপুজার পূর্ণাঙ্গ সময়সুচী। মহাষষ্ঠি পালিত হবে শুক্রবার, ২১ অক্টোবর শনিবার মহাসপ্তমী,২২ অক্টোবর রবিবার মহাঅষ্ঠমী,২৩ অক্টোবর সোমবার মহানবমী ও ২৪ অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাৎসব।
সি,বিশ্বাস / নিউজ বিডি জার্নালিষ্ট ২৪