ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
সব জল্পনা কল্পনা শেষ করে অবশেষে অপার বাংলার পদ্মার ইলিশ ডুকে পড়েছে এপার বাংলায়। আজ ভারতের প্রেট্রোপল স্হল বন্দর থেকে প্রায় ১০, মেট্রিক টন ইলিশ এসেছে। এতে খুশির হাওয়া বইছে বাঙ্গালীদের মনে।
কারণ বাংলাদেশের পদ্মার ইলিশ স্বাদ্ আলাদা। বহু দিন ধরে অপেক্ষা করতে হয়েছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কারণে থমকে গেছে বহি বানিজ্যিক সম্পর্ক। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে ভারতকে ইলিশ দেবার সিদ্ধান্ত নেয়। এবং এর আগে প্রায় ৪০, মেট্রিক টন ইলিশ এসেছে। এবার সামনে দূর্গা পূজার আগে ফের বাঙ্গালীর আশা পূরণ করতে আরো ১০, মেট্রিক টন ইলিশ এসেছে। এদিন হাওড়ার বিখ্যাত মৎস্য বাজারে এই ইলিশ কেজি প্রতি ১৪০০,শত টাকা থেকে শুরু করে ১৫০০,শত টাকা বিক্রি হচ্ছে। এই ইলিশ মাছ কিনতে ভীড় জমিয়েছেন বহু পাইকারি ও খদ্দেররা।
তবে পদ্মার ইলিশ মাছ ও রুপালি ইলিশ মাছ স্হল চাঁদপুরে র ইলিশ মাছ ভারতের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দুই দেশের জনগণের ভালবাসার মাধ্যম অনেক সময় এই ইলিশ মাছ হয়ে গেছে। অনেক বাঙ্গালীর আশা থাকে গরম ভাতে টাটকা ইলিশ। এই ইলিশ মাছ এর রসনাই বাঙ্গালী জাতি কি এক করে দেয় দুই বাংলার মানুষের।