অবশেষে ডুমুরিয়ার শিশু তানিসা জখম মামলার আসামি মুছা পুলিশের খাচায় বন্দি 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

এস,কে বাপ্পি খুলনা ব্যুরো:

গত ১৪ই আগষ্ট নিউজ বিডি জার্নালিস্ট ও বেশ কয়েকটি সংবাদপত্রে সংবাদ প্রচারের পর, ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের ৬ বছরের শিশু তানিসাকে কুপিয়ে জখমকারী আপন চাচা আবু মুছা গাজীকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।

শনিবার সকালে বরুনা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।সরজমিনের যে ও এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, পারিবারিক শত্রুতা আবু মুছা গাজী গত ৯ আগষ্ট সন্ধ্যায় তার আপন ভাই ও ভাইপোদের ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। তার ভয়ে সকলে দিক বিদিক ছোটাছুটি শুরু করলে হাতের কাছে তার আপন ভাই আল আমিন গাজীর ৬ বছরের শিশু তানিসাকে পেয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার ৬ দিন পরে ডুমুরিয়া্ থানায় মামলা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল মুছা গাজী। এলাকাবাসী ও ডুমুরিয়া থানার পুলিশ সুত্রে জানা যায়, ভন্ড এ মুছা গাজী কখনও বিসিএস অফিসার, কখনও সাংবাদিক, কখনও এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। সে একাধিক বিয়ের নায়কও বলে জানা গেছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই সুকান্ত কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নিজ বাড়ি থেকে এ ভন্ড প্রতারক মুছাকে গ্রেফতার করা হয়েছে।

error: Content is protected !!