মনিরামপুর প্রতিনিধি :
যশোরের মনিরামপুর উপজেলায় প্রতিদিনের কণ্ঠ ও গ্রামের কণ্ঠ পত্রিকায় দীর্ঘদিন স্টাফ রিপোর্টার হিসাবে সুনামের সাথে কর্মরত ছিলেন অমিতাভ মল্লিক। আজ (২২শে মে) সোমবার দুপুরে তার ব্যক্তিগত সামাজিক ফেসবুকের মাধ্যমে প্রতিদিনের কণ্ঠে ও গ্রামের কণ্ঠ পত্রিকা থেকে পদত্যাগের বিষয়টি শেয়ার করে।এ বিষয়ে সৎ সাহসী সাংবাদিক অমিতাভ মল্লিক বলেন, আমি কখনো অন্যায়ের সাথে আপোস করিনি।আমি আমার ব্যক্তিগত মেইল থেকে গ্রামের কন্ঠের মেইলে একটি অনুসন্ধানী প্রতিবেদন পাঠায় প্রকাশের জন্য। আমার পাঠানো প্রতিবেদন টির শিরোনাম ছিলো “মণিরামপুর পি আই ও এবং ইউপি চেয়ারম্যান মিলে রাস্তার টাকা হরিলুট নিয়ে একে অপরকে দোষারোপ” এই প্রতিবেদন টি প্রকাশ না করে ভিন্ন শিরোনাম দিয়ে “কার কাজ কে করছে মানুষ নাকি ভূত, পিআইও ইউপি চেয়ারম্যান অপরকে দোষারোপ অথচ কাজ করছে উপজেলা প্রকৌশলী ” শিরোনামে ১৫ই মে গ্রামের কন্ঠ ও প্রতিদিনের পত্রিকায় কন্ঠ ডেস্ক নামে পিআইও এবং চেয়ারম্যানকে বাচিয়ে সংবাদ প্রকাশ করে।হয়তো নির্বাহী সম্পাদক মুস্তাকিম আল রাব্বি সাকিব পিআই ও এবং চেয়ারম্যান এর সাথে ঘটনার বিষয় নিয়ে গোপন চুক্তি করেছে। আমি মারা গেলেও অন্যায়ের সাথে আপোষ করবো না।
সে কারণে আমি গ্রামের কন্ঠ ও প্রতিদিনের কন্ঠ পত্রিকা থেকে পদত্যাগ করছি।