অন্তঃসংস্থার সমন্বয়ে বহুতল ভবন পরিদর্শন

লেখক:
প্রকাশ: 5 hours ago

নিউজ ডেক্স:

অন্তঃসংস্থার সমন্বয়ে ইমারতের যথাযথ ব্যবহার নিরূপণ ও ফায়ার সেফটি সংক্রান্ত বিষয়াদি তদারকির নিমিত্তে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ ০২), পরিচালক (জোন -০৫), সংশ্লিষ্ট জোনের অথরাইজড অফিসার জনাব মোঃ ইলিয়াস সহ সাবজোনে কর্মরত সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণের সমন্বয়ে অদ্য ১১/১২/২০২৪ তারিখ সাত মসজিদ রোড সংলগ্ন বিভিন্ন অনাবাসিক (হাসপাতাল, মার্কেট, দোকান, রেস্টুরেন্ট ইত্যাদি) বহুতল ইমারতে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে রাজউক প্রতিনিধি সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, বিএসটিআই, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকৃত ভবনগুলো হলো- (ক) রুপায়ন জেডআর প্লাজা, প্লট-৭৪৬, রোড- ৯/এ, সাতমসজিদ রোড, ঢাকা-১২০৯ নামক ১৩ (তের) তলা ইমারত; (খ) আমিন আহমেদ ট্রাস্ট ভবন, প্লট-৫৪, রোড- ১০/এ, সাতমসজিদ রোড, ঢাকা-১২০৯ নামক ১৩ (তের) তলা ইমারত।
আমিন আহমেদ ট্রাস্ট ভবন পরিদর্শনকালে ইমারতটিতে প্রয়োজনীয় ফায়ার এক্সটিংগুইসার, ফায়ার হোস পাইপ, ফায়ার সিঁড়িতে যাবার সিম্বলিক চিহ্ন, অগ্নি নিরোধক দরজা ইত্যাদির অনুপস্থিতি দেখা যায়। এছাড়াও ইমারতটির বিভিন্ন তলাতে অফিস হিসেবে ব্যবহৃত হবার কথা থাকলেও অধিকাংশ তলাতে রেস্টুরেন্ট পরিচালিত হতে দেখা যায়। ইমারতটির রাজউক কর্তৃক অনুমোদিত লেআউট নকশায় ১৩ (তের) তলা উল্লিখিত থাকলেও সরেজমিনে ১৫ (পনের) তলা পাওয়া যায়। ফরেস্ট লাউঞ্জ নামক একটি রেস্টুরেন্টকে ১৩ (তের) তলার উপর উলম্ব ভাবে ০২ (দুই) টি তলা বৃদ্ধি করে নির্মাণ কাজ করতে দেখা যায় । রুপায়ন জেডআর প্লাজা পরিদর্শন কালেও দেখা যায় যে ইমারতটির বিভিন্ন তলা অফিস হিসেবে ব্যবহৃত হবার কথা থাকলেও অধিকাংশ তলায় রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। ইমারতটিতে ফায়ার সিঁড়িতে যাবার সিম্বলিক চিহ্ন, প্রয়োজনীয় অগ্নি নিরোধক দরজা ইত্যাদির অনুপস্থিতিও দেখা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ইমারতের প্রতিনিধিগণকে ইমারতের ফায়ার সেফটি সম্পর্কিত ত্রুটি বিচ্যুতির বিষয়ে মৌখিকভাবে তাৎক্ষণিক অবহিতকরণসহ অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।
অথরাইজড অফিসার-৫/২ জনাব মোঃ ইলিয়াস জানান যে পরিদর্শনকালে যে সকল ইমারতসমূহে ত্রুটি-বিচ্যুতি (রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রি/এক্সিটের সঠিক ব্যবহার, ফায়ার সিড়ির বিভিন্ন তলায় প্রতিবন্ধকতা, ফায়ার ডোর, অগ্নি দুর্ঘটনায় দ্রুত ছাদে উঠা এবং নিচে নামার ব্যবস্থা ও ভবনের প্রতি ফ্লোর হতে ফায়ার সিড়িতে যাওয়ার সিম্বলিক চিহ্ন সংক্রান্ত তথ্যাদি) পরিলক্ষিত হয়, তা সংশোধনের জন্য মালিকগনকে পত্র মারফত অবহিত করা করার পাশাপাশি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!