মোঃ নুর ইসলাম মোল্লা:
শিল্পাঙ্গনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি
কাজী মোছাম্মৎ শামীমা আক্তার রুবী। তিনি পেশায় একজন দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক।
তিনি একাধারে একাধিক বিষয়ে রেখে গেছেন তার অবদান,এই আলোকিত ও গুণী-চিত্রশিল্পী কবি, ছড়াকার,উপন্যাসিক,অভিনেত্রী দক্ষ ও বিচক্ষণ সংগঠক। এমন একাধিক গুনে গুনান্বিত আলোকিত নারী আমাদের পরিবার সমাজ দেশ ও জাতীর গর্ব।
একই সাথে আরও একজন আলোকিত ও ভূমি নারীর নাম না বললেই নয়। তিনি হলেন শিল্পাঙ্গনের সম্মানিত সভাপতি কাজী মোছাম্মৎ রেহানা আক্তার রুনা।একজন সুদক্ষ আদর্শবান শিক্ষক। শিল্প সাহিত্য সংস্কৃতি জগতে তিনিও রেখে চলেছেন তার অবদান।তিনি একজন কণ্ঠশিল্পী ও একজন দক্ষ সংগঠক। এই দুই গুণীজন কে পেয়ে আমরা বিশেষভাবে আনন্দিত ও গর্বিত।
অনায়াসে বলতে পারি বাঙালি জাতির গর্ব ও খাঁটি সোনা। এই গুণীজনদের পেয়ে মনে লেগেছে আজ আনন্দের দোলা।
আসছে আসছে ১৯ মে শিল্পাঙ্গনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা( ২০২৩)।সময়- বিকাল ৩.০০ টা থেকে রাত ৮.টা।স্থান- থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম।
এই দুজন গণীজনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
উক্ত মিলন মেলায় আমন্ত্রিত সকল অতিথিদের সরব উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
প্রতিভা ও সৃজনশীলতা আছে বলেই আজও মানুষের মন কোমল হৃদয় সঠিক বাস্তবতা বুঝতে পারে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।সুকুমার বৃত্তি আগামী প্রজন্মকে দিতে পারে আলোকিত জীবন। নবীনদের দিতে পারে জীবনের সঠিক সন্ধান। শিল্পাঙ্গন সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে।
প্রতিভা আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমত।সেই প্রতিভার সাথে যদি যুক্ত হয় অধ্যবসায় তাহলে আগামী প্রজন্ম পাবে সুন্দর সুস্থ জীবন। সকলের সম্মিলিতভাবে নিজেদের সৃজনশীল কাজগুলোর অবদান রেখে যাই আগামী প্রজন্মের জন্য।
ঐশ্বরিক কিছু ক্ষমতা বলে তাইতো শিল্পীর সুরেলা কন্ঠে গান চিত্রকলায় শিল্পীর তুলিতে ছবি,কবির কবিতায় আবৃত্তিতে সত্য ও বাস্তবতা ফুটে ওঠে।
জীবনের ঘাত প্রতিঘাতে কষাঘাতের মধ্যে জীবনের হারিয়ে যাওয়া সব দিশা ফিরে আসুক সৃজনশীলতা,মননশীলতা ও প্রতিভার মাধ্যমে।
দেশ ও জাতির কাছে বাংলার পরিচিতি হোক ব্যাপক ও বিস্তৃত।