![](https://newsbdjournalist24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় শিক্ষকসহ ২ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিজুল ইসলাম (৫৯) এবং বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ঠি গ্রামের অটোভ্যান চালক সাহেব আলী (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকালে জানাজায় যোগ দেওয়ার জন্য অটোভ্যানে করে যাচ্ছিলেন তারা। চান্দাইকোনা বাসস্ট্যান্ড বাইপাস এলাকায় পৌঁছালে বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অটোভ্যানে থাকা চালকসহ ৪ জন গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৫টার দিকে শিক্ষক রহিজুল ইসলাম এবং ভ্যানচালক সাহেব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। পরে বিকালে জানতে পারি যে আহত ৪ জনের মধ্যে ২ জন মারা গেছেন।
ঘটনার পর থেকে বাসটি পলাতক রয়েছে এবং পুলিশ চালকসহ বাসটি শনাক্ত করার চেষ্টা করছে।