সানজিদা ইয়াসমিনের লেখা কবিতা” ষড়ঋতুর প্রেমিকা”

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

সানজিদা ইয়াসমিনের লেখা কবিতা” ষড়ঋতুর প্রেমিকা”

চৈত্রের রোদের প্রখরতা
তোমার জন্য বৃষ্টি গুণে,
একটুখানি বাতাসের অপেক্ষা
তাকায় থাকে আকাশ পানে।

তুমি কি জানো?
তোমারী জন্য বাদলের দিনে,
যেন না ছিটে কাঁদা, ভিজে না দেহ
কথা বলে মেঘের কানে।

বাদলের সঙ্গে বদলায় বাংলা
শরতের আনাগোনা খাল-বিলে,
ভোরের শিশির জমে উঠে
দূবলা ঘাসের গায়ে দোলে।

মাঠে-ঘাটে,কোনায় কোনায় কাশফুল
খালে বিলে কচুরিপানার ফুল,
ধানের শীর্ষ হয়ে তুমি
হেমন্ত এসে করে দোল।

হলদে রঙের ধান ক্ষেত
সোনালীতে ভরা গাও,
পিঠা-পুলির উৎসবের শুরু
তুমি কেন আসো যাও?

অগ্রহায়ণ পেরিয়ে যায়
মেতে উঠে ভোরের কুয়াশা,
খেজুর গাছে রসের হাড়ি
উপলব্ধি তে তোমারী আসা।

শিমুল হাসে শিমুল ফুলে
নতুন পল্লবের দেখা,
শিউলি বলে,দিব গাঁথা মালা
অনুভবে তোমার অপেক্ষা।

 

(কিশোরকন্ঠের ইসলামপুর থানা শাখার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী)

সংগ্রহে : জাবির আহমেদ জিহাদ

error: Content is protected !!