সরল মানুষ

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

কবিতা

সরল মানুষ

মুহাঃ মোশাররফ হোসেন

সরল মানুষ যারা
কষ্টে তাদের জীবন গড়া,
সুখের দেখা পায়না তারা
সুখ আসেনা টাকা ছাড়া ।

সরল মানুষ যে তারাই
ওদের কাছে ছলচাতুরী নাই,
ওরা শুধু ভালবাসতে জানে
সবাইকে নিজের কোলে টানে ।

সরল সোজা মানুষ গুলো
সুখের লাগি পাগল হলো ,
সুখ পেতে মানব সেবায়
নিজের জীবন বিলিয়ে দিল ।

লেখাটি সামাজিক মাধ্যমে শেয়ার দিন।

error: Content is protected !!