শার্শায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাঠ বীজ বিতরণের উদ্বোধন

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

সোহেল রানাঃ

শার্শা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-১/২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আবাদ ও উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে যশোরের শার্শায় বিনামূল্যে পাট বীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ফরহাদ শরীফ, শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির আহমেদ তোতা, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

error: Content is protected !!