লালমনিরহাটে  সাড়ে তিন বিঘা ভুট্টা আগুনে পুড়ে ছাই, কৃষকের মাথায় হাত

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

লালমনিরহাটে  সাড়ে তিন বিঘা ভুট্টা আগুনে পুড়ে ছাই, কৃষকের মাথায় হাত

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় ফের আগুনে পুড়েছে সাড়ে তিনবিঘা জমির ভুট্টা। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গত কাল রবিবার (১৪ মে) বেলা বারোটার দিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া সারডুবি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী আহমেদুর রহমান মন্টু একই এলাকার প্রতিবেশী আবু সামা’র বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, রোববার দুপুরে হাতীবান্ধা উপজেলার বুড়া সারডুবি গ্রামের বাসিন্দা আবু সামা’র নিজের জমির ভুট্টা উঠানোর পর পরিত্যক্ত জমি আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুন পাশের জমির ভুট্টা ক্ষেতে ঢুকে যায়। নিমিষেই ছাই হয়ে যায় সাড়ে তিনবিঘা জমির ভুট্টা। এতে ভুক্তভোগী ভুট্টা চাষি মন্টু ও তাঁর ভাই রফিকুলের প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা ক্ষতিসাধন হয়।

এ বিষয়ে ভুক্তভোগী আহমেদুর রহমান মন্টু বলেন
পরিকল্পিতভাবে আমার ভুট্টা খেতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে, আমি এর ন্যায় বিচারক চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মুসা বলেন,অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিবো।

error: Content is protected !!