রৌমারীতে সাবেক এমপি রুহুল আমিনের গণসংযোগ

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জেপি) সম্ভাব্য প্রার্থী কেদ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি রুহুল আমিন গণসংযাগ করেছেন। গণসংযোগকালে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার (৯নভেম্বর) দিনব্যাপি রৌমারী উপজেলার বিভিন্ন এলাকা গণসংযোগকালে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন তিনি। উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার, রৌমারী সদর ইউনিয়নের চুলিয়ার বাজার, কলাবাড়ী,ইজলামারী, গাোয়ালগ্রাম বাজার, বড় চাক্তাবাড়ি, রৌমারী বাজার, বড়াইকাদি বাজার, টালুয়ারচর, খঞ্জনমারা, বাগুয়ারচর, পাখীউড়া বাজার, শেখের বাজার, চরশৌলমারী বাজার, কাজাইকাটা, খড়ানীর চর, গেদার আলগা বাজার, সোনাপুর বাজার, ফুলকার চর, মিয়ারচর, হাজীরহাট বাজার, দাঁতভাঙ্গা বাজার, গণসংযোগ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্তিত ছিলেন, রৌমারী উপজেলা জেপির নেতা রেজাউল ইসলাম রেজা, বাবলু মিয়া, রৌমারী সদর ইউপি সদস্য ফিরোজ মিয়া, রাজিবপুর উপজেলা জাতীয়পার্টি (জেপি) সাধারণ সম্পাদক ও উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ সরদারসহ প্রমুখ। স্হানীয়রা সাবেক এমপি রুহুল আমিনের সময় বাস্তবায়িত হওয়া বিভিন্ন উনয়নমূলক কাজর ভূয়সী প্রশংসা করন। সাবেক এমপি রুহুল আমিন বলেন, আশা রাখি নিবার্চনে এলাকার সাধারণ ভোটার আমার পাশে থাকবে এবং আমি বিপুল ভোটে বিজয়ী হবো,ইনশাল্লাহ।

error: Content is protected !!