লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলা মহিলা কলেজের সংলগ্ন আনছের আলী ব্যাপারী বাড়ির সামনে এিমুখী একতা সমিতি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান ইমান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দবেড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন, ত্রিমুখী একতা সংগঠনের সভাপতি, ময়েজ উদ্দিন সিকদার, এসময় আরো উপস্থিত ছিলেন রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসার সাবেক সুপার আনছার মাওলানা, মোতালেব হোসেন, নাসির খান, তাজুল ইসলাম, শাহ্ জামান, শাহিন মিয়া আজিবর রহমান প্রমুখ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী বলেন উপজেলা সর্বস্তরের জনগণের মাহে রমজানের শুভেচ্ছা আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান বানিয়েছেন আপনারা আমি সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। জনগণের জন্য রহিম মোড় একটি টয়লেট স্থাপন করবেন। এই প্রতিশ্রুতি দেন। আরো বলেন, ত্রিমুখী একতা সমিতি,কর্তৃক আয়োজিত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগকে স্বাগত জানাই। আগামীতে আরো বড় পরিসরে বিভিন্ন প্রোগ্রাম করা হবে। এিমুখী একতা সমিতি এর সকল সদস্য বৃন্দ,ও মিডিয়ার সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।