রঙ লাগিলো মনে

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মুহাঃ মোশাররফ হোসেন:

সোনার ফসল তুলবে ঘরে রঙ লাগিলো মনে,
তাই না দেখে কৃষিনিরা মধুর সুরে মাতোয়ারা গানে”
চল না বন্ধু গ্রামে ছুটি ঐ শিকড়ের টানে।

ঈদের আনন্দ চলছে গাঁয়ে, নেই তো কোথাও ভিধাভেদ,
মায়ার বাঁধন কাকে বলে দেখনা এসে নেইতো কোন বিভেদ।

এমন হাসি পাবে কোথায় ইট পাথরের গানে,
জীবন আমার ধন্য হলো জন্ম বাংলার প্রাণে।

সোনার ফসল তুলবে ঘরে রঙ লাগিলো মনে,
তাই না দেখে কৃষিনিরা মধুর সুরে মাতোয়ারা গানে”
চল না বন্ধু গ্রামে ছুটি ঐ শিকড়ের টানে।

সাত তালাতে সুখের দেখা ভোগ বিলাসে বসে
গাছ তলাতে বসে দেখো থাকবে রঙ্গ রসে,

কত কষ্ট করছো তুমি হয় না তোমার বোঝা,
আমি হলাম বাংলার কৃষক হয় না সুখটা খোঁজা।

গোলাভরা সোনার ফসল কৃষক নাচে গানে!
জীবন আমার ধন্য হলো জন্ম বাংলার প্রাণে।

error: Content is protected !!