রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে রেজাউল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাট এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রেজাউল চন্দনপাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী। হত্যায় অভিযুক্ত রাব্বি তার চাচাতো ভাই। তিনি চন্দনপাট ইউনিয়নের ইউপি সদস্য রত্নার ছোট ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিজ বাড়ি লাহিড়ীরহাটে আলোচনায় বসেন রেজাউলসহ চাচা ও চাচাতো ভাইবোনেরা। এ সময় রেজাউলের সঙ্গে রাব্বির বাবার কথা কাটাকাটি হয়। চাচাতো ভাই রাব্বি অতর্কিতভাবে রেজাউল ইসলামের মাথায় রাম দা দিয়ে কোপ দেন। পরে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এটা একেবারে পারিবারিক দ্বন্দ্ব। রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন বলেন, রেজাউল যুবলীগের একজন পরীক্ষিত ও নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত কর্মী হারালাম। আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীকে গ্রেপ্তারপূর্বক বিচারের দাবি জানাচ্ছি। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতেখায়ের আলম জানান, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা হবে।

error: Content is protected !!