যশোর শহরে প্রকাশ্য দিবালোকে রড চুরি

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

মোঃ ওয়াজেদালী স্টাফ রিপোর্টারঃ

যশোর শহরের নীলগঞ্জ সুপারী বাঁগান আনারস পট্রি থেকে ৮০০ কেজি রড প্রকাশ্য দিবালোকে দুবৃত্তরা নিয়ে যায় যাহার মূল্য ৮০ হাজার টাকা। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
দিনদুপুরে এ ঘটনা ঘটলেও এখনো জড়িতদের খুঁজে বের করা সম্ভব হয়নি। এ বিষয়ে ভুক্তভোগী আসিফ আকবর সেতু কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগে উল্লেখ,
শহরের নীলগঞ্জ সুপারী বাঁগান আনারস পট্রিস্থ নিজস্ব দ্বিতীয়তলা বিল্ডিং এর নিচতলার সামনে খোলা আকাশের নিচে সজনে গাছের সহিত লোহার সিকল ও তালাবদ্ধ ছিল ক্রয়কৃত লোহার রড যার ওজন আনুমানিক ৮শ কেজি বাজার মুল্য ৮০ হাজার টাকা৷ আকবর আলীর ছেলের আসিফ আকবর সেতু জানায়,আজ যশোর শহরের মধ্যে আমার ব্যক্তিগত কাজ শেষে দুপুর দুইটার দিকে এসে দেখি আমার রাখা রডগুলো নেই। দিনের ১১টা থেকে দুপুর দুইটার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘটনাস্থল হইতে আমার রড চুরি করিয়া নিয়া গিয়াছে। স্থানীয় বাসিন্দারা জানান,সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো- দুর্ধর্ষ এ কাজ সম্পন্ন হয়েছে দিনের আলোতেই।

error: Content is protected !!