সাইবুর রহমান সুমন, বেনাপোল :
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, শাহজাদপুর, কাশিপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচারকৃত মোট ২ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ৫৫৬ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, থ্রি-পিস, তৈরি পোশাক, ওষুধ, মলম, কীটনাশক ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল বাংলাদেশে আনছিল। এই ধরনের চোরাচালান দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে এবং দেশের রাজস্ব আয়েও প্রভাব ফেলছে।
স্থানীয় জনগণ বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত এই অভিযানে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।