যশোরে সতীঘাটা মহাশ্মশানে প্রতিবছরের ন্যায় দক্ষিণ ভাটপাড়া সনাতনধর্মীয় চড়ক পূজা অনুষ্ঠিত
লেখক:
প্রকাশ: 1 year ago
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে সতীঘাটা মহাশ্মশানে দক্ষিণ ভাটপাড়া গ্রামবাসীর উদ্যোগ চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০, ৪০ ঘটিকার সময় সতীঘাটা মহাশ্মশানে এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়। সতীঘাটা দক্ষিণ ভাটপাড়ার গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় মহাশ্মশানে গীতা পাঠ অনুষ্ঠিত হয়। জানাযায় প্রতিবছরে ন্যায় সতীঘাটা দক্ষিণ ভাটপাড়া স্থানীয় শ্মশানে এ চড়ক পূজা পালন করা হয়। উপস্থিত দক্ষিণ ভাটপাড়ার সনাতনধর্মীয় জনগণ। সনাতন ধর্মীয় চড়ক পূজা রামনগর ইউনিয়নে বিভিন্ন শ্মশানে এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়।