যশোরে সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে অসীম দত্তের উদ্যোগে মাদ্রাস ওলের চারা রোপন

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে অসীম দত্তের উদ্যোগে তার নিজ চাষের জমিতে ওলের চারা রোপন। ৩০শে মে মঙ্গলবার সকালে সতীঘাটা কামালপুর কেন্দ্রী মসজিদ সংলগ্নে এ ওলের চারা রোপন করা হয়। জানা যায়, যশোরে রামনগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামে অসীম দত্ত তার ৬১ শতক জমিতে মাদ্রাস ওল চাষের ভালো ফলনের আশায় মূলত এই চাষ রোপন করা হচ্ছে। এই ফেলানো মাটি জমিতে মাদ্রাস ওল রোপনকালে কৃষক মমতাজ হোসেন জানান, নতুন ফেলানো মাটিতে ওলের চাষের কোন বিকল্প নেই। এই মাটিতে ওল চারা রোপন করে কৃষকরা বাম্পার ফলন হবে বলে জানান।

error: Content is protected !!