যশোরে রামনগর ইউনিয়নের সরকারি রাস্তার গাছ বিক্রির অভিযোগ 

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নের ০৮ নং ডহরসিংঙ্গা সরকারি রাস্তার গাছ বিক্রির অভিযোগ উঠেছে। ২৯/০৩/২০২৪ ইং তারিখ শুক্রবার সকালে ডহরসিংঙ্গা সরকারি রাস্তার গাছ বিক্রির অভিযোগ পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডহরসিংঙ্গা সরকারি রাস্তার একটি মেহগনি গাছ কাঠুরিয়া কর্তন করছে। এই বিষয়ে কাঠ ব্যবসায়ীর  কাছে জানতে চাইলে তিনি বলেন, ২৫ হাজার বেশিতে এই মেহগনি  গাছটি ক্রয় করেছি গাছের মালিক আফসার আলীর কাছ থেকে। তবে স্থানীয় জনগণ এর কাছে জানতে চাইলে তারা বলেন, এই সরকারি রাস্তার সারিতে কয়েকটি বিভিন্ন প্রজাতির গাছ এখন রয়েছে তার মধ্যে এই একটা। তবে শুক্রবার শনিবার এই দু’দিন সরকারির ছুটির থাকার কারণে বাকী গাছ গুলো বিক্রি বা কর্তন করবেন বলে জানা যায়।
তারা আরও বলেন, ছুটির থাকার সুযোগে গাছ মালিক এবং ব্যবসায়ীরার তড়িঘড়ি করে গাছ গুলো কর্তন করবেন। তবে ব্যবসায়ীরা কম দামে গাছ গুলো ক্রয় করতে পেরেই তারা খুশি। এই বিষয় এলাকাবাসী সরকারি গাছ রক্ষার্থে তদন্ত পূর্বক কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেন।
error: Content is protected !!