যশোরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 months ago

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে জেলার ঝিকরগাছার লাউজানি হতে ১টা বিদেশি পিস্তল, ২টা ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ সন্ত্রাসী রাজিব শেখ (২৬),জিলান শেখ (৫৫) ও হেমায়েত শেখ ওরফে মেহেদী হাসান (৩০) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাজিব শেখ পিরোজপুর জেলার সদর উপজেলার নরখালীর মনির শেখের মোঃ জিলান শেখ বাগেরহাট জেলার রামপাল থানার সায়দাবাদের মৃত শেখ আলতাফ হোসেনের ও মেহেদী খুলনা জেলার খান জাহান আলী থানার যোগীপোলের তোরাফ শেখের ছেলে।

ঘটনা ও গ্রেফতারের বিবরণ অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মুরাদ হোসেন পিপিএম এর নেতৃত্ব এসআই মোঃ শাহীনুর রহমান পিপিএম, এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এসআই হরষিত রায়, এসআই রইচ আহমেদগণের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার (২৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে নয়টায় ঝিকরগাছা থানাধীন লাউজানির রয়েল এর স’মিলের দক্ষিণ পাশে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হতে ১টা বিদেশি পিস্তল, ২টা ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ ৩ সন্ত্রাসীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সন্ত্রাসী কার্যক্রম ঘটনানোর উদ্দেশ্যে অস্ত্র নিজেদের দখলে রাখে। গ্রেফতারকৃত আসামী রাজিবের বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা মাদক মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে এবং আসামী মেহেদীর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা চুরি মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে।

অভয়নগরে একমাত্র সন্তানকে বাঁচাতে অসহায় বাবা মায়ের সাহায্যর আবেদন 💔 অভয়নগর (যশোর) প্রতনিধি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার 3 নং ওয়ার্ডের ধোপাদি গ্রামের 19 মাস বয়সী ছোট্ট শিশু আরাফাত ইসলাম পিয়াসকে বাঁচাতে তার বাবা সাহায্যের আবেদন জানিয়েছেন দেশবাসী ও বিত্তবান মানুষের কাছে। একমাত্র সন্তান আরফাত মাত্র 28 দিন বয়সেই hydrochephalas(মাথায় পানি জমা)রোগে আক্রান্ত হয়ে 39 দিন সাভারের পলাশ হসপিটাল এ চিকিৎসাধীন ছিল।সেখানে তার মস্তিষ্কে অস্ত্রপাচার করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা, রাশেদ মাহমুদ।পরিবারের দেওয়া তথ্যে জানা যায় সেখানে তার চিকিৎসার জন্য প্রায় 5 লক্ষ টাকা ব্যায় হয় যার বেশির ভাগই ছিল বিভিন্ন এনজিও থেকে লোন নেওয়া এবং ধার করা।বর্তমানে তার চিকিৎসার জন্য আরো 8 লক্ষ টাকা প্রয়োজন ।দরিদ্র পিতা এত অর্থের সংস্থান করতে না পারায় শিশুটির চিকিৎসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।একমাত্র সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পিতা পিয়ারুল ইসলাম।শিশু আরাফাতের পিতা পেশায় একজন সাধারণ ব্যাবসায়ী।স্থানীয় 3 নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন বলেন শিশুটির পিতা অত্যান্ত দরিদ্র।তার চিকিৎসার জন্য আমরা স্থানীয় ভাবে সহায়তা করার চেষ্টা করছি।শিশুটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তিনি সমাজের বিত্তবান ও সমাজসেবী দের এগিয়ে আসার আহবান জানান। সংশ্লিষ্ট চিকিৎসকরা আরাফাতের সুস্থতার জন্য উন্নত চিকিৎসার বিকল্প নেই বলে জানিয়েছেন।সাহায্য পাঠানোর মাধ্যম নগদ ও বিকাশ (01935070418) পিয়ারুল ইসলাম সঞ্চয়ী হিসাব নং 0200020070766 অগ্রণী ব্যাংক,নওয়াপাড়া শাখা,অভয়নগর যশোর
1 year ago
error: Content is protected !!