যশোরে কুয়াদা বাজারে কাঁচা মরিচের দাম কেজি ৫০০ – শুনতেই ক্রেতার মাথায় হাত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর সদরে কুয়াদা বাজারে কাঁচা মরিচের দাম ৫ শত টাকা করে কেজি তা ক্রেতা শুনতেই মাথায় হাত। ৩০ শে জুন সকালে কুয়াদার বাজারে কাঁচা মরিচের প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি কথা শুনে ক্রেতা হতভাগ । জানা যায় যশোরে কুয়াদা বাজারে শহিদুল নামের এক ব্যক্তি দোকানদার কাছে জিজ্ঞাসা করেন, কাঁচা মরিচ প্রতি কেজি কত করে দোকানদার বলেন, প্রতি কেজি ৫০০ টাকা করে, তবে ১০০ গ্রাম কাঁচা মরিচের দাম ৪৫ থেকে ৫০ টাকা ক্রেতা শুনতেই হতবাক। তবে কুয়াদা বাজারে কয়েকটি দোকানে কাঁচা মরিচ আছে। কাঁচা মরিচের দাম বেশি বলে দোকানদার বিক্রি করছে না। এই বিষয় দোকানদার নন্দর কাছে জানতে চাইলে তিনি বলেন, ২ থেকে ৩ দিন বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া বেড়ে যায়। এত টাকা দরে আমরা কাঁচা মরিচ কিনতে পারছি না। তবে আমরা ব্যবসা ধরে রাখতে কয়েক কেজি কাঁচা মরিচ কিনে আনলে তা বিক্রি করতে হিমশিম খাচ্ছি। তাই তো ক্রেতারা কাঁচা মরিচ কিনতে এসে তার দাম শুনতেই তারা কাঁচা মরিচ না কিনে হতাশা হয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। ক্রেতা শহিদুল ইসলাম আরো বলেন, কাঁচা মরিচ দিয়ে তরি তরকারি রান্নার করে খাওয়ার মজাই আলাদা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মধ্যবিত্ত পরিবার এত টাকা ধরে কাঁচা মরিচ কিনতে হিমশিম খাচ্ছি। তবু উপায় নাই না কিনে। তবে খেতে যখন হবে কিনতে অবশ্যই হবেই। তবে আশ্চর্যের বিষয় এত অল্প সময়ের ভিতরে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়ার বাইরে।

error: Content is protected !!