সোহেল রানাঃ
নিউজবিডি জার্নালিস্ট ২৪এর নির্বাহী সম্পাদক ও কলামিস্ট মুহাঃ মোশাররফ হোসেন কাব্যজ্যোতি পদকে ভূষিত হয়েছে। শুক্রবার (১৭ মে) ঢাকাস্থ শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অন্যভুবন সাহিত্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা -২০২৪ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ড. নাঈমা খানম এবং উম্মে হাবীবা সূচনার সঞ্চালনায় এবং মোমিনুল হক নান্টুর উদ্ভোধনে প্রধান অতিথি নির্মলেন্দু গুন, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও বাংলাদেশের প্রথম কবির হাত থেকে তিনি এ সম্মাননা পদক লাভ করেন।
এসময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, প্রাকৃতজ শামীম রুমি টিটন, কবি,গ্যানতাপস,সংগীতজ্ঞ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাহমুদুল হাসান নিজামী কবি, সংগঠক এছাড়া আরও উপস্থিত ছিলেন কবি খলিফা আশরাফ, ডষ্টর মুহাম্মদ আলমগীর আলম, উইং কমান্ডানার মুহাম্মদ আবদুল মুকিত, মোঃ বেলাল হাওলাদার, আশিকুর রহমান, ভারত সনদ মহন্ত ভারত, নিউজবিডি জার্নালিস্ট ২৪এর সম্পাদক-প্রকাশক মোঃ রাকিব হোসেন ,সহযোগী সম্পাদক আল ইমরান।
এসময় নিউজবিডি জার্নালিস্ট ২৪এর নির্বাহী সম্পাদক ও কলামিস্ট মুহাঃ মোশাররফ হোসেনের লেখা ভাগ্যের লিখন বইটির মোড়ক উন্মোচন করে সবার হাতে হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি মোঃ আমির হোসেন।
এদিকে নিউজবিডি জার্নালিস্ট ২৪এর নির্বাহী সম্পাদক ও কলামিস্ট মুহাঃ মোশাররফ হোসেন কাব্যজ্যোতি পদকে ভূষিত হওয়ায় নিউজবিডি জার্নালিস্ট ২৪এর সম্পাদক- প্রকাশক, সহযোগী সম্পাদক, বার্তা সম্পাদক, উপদেষ্টা মন্ডলীসহ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।