মোটর শ্রমিক ইউনিয়নে অর্থ বিতরণ

লেখক: Champa Biswas
প্রকাশ: 4 weeks ago
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: 32768; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 32768; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ 

ঝিনাইদহের কালীগঞ্জ,কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত সদস্যদের পরিবারের মাঝে মৃত্যু তহবিলের টাকা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে মেইন বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ বিতরন করা হয়। ইউনিয়ন নেতা রাশেদুল আলমের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয়

স্বেচ্ছাসেবক দলের সিনিয়ন যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ফিরোজ।এ সময় ঝন্টু ড্রাইভার,লতা ড্রাইভার,আব্দুল লতিফ ড্রাইভার সহ ১১ জন মৃত চালকের পরিবারের মাঝে জনপ্রতি ১ লাখ

৩০ হাজার টাকা ও ২ জন হেলপারের পরিবারের মাঝে ৮৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী চালক

জনপ্রতি ৫শত টাকা ও হেলাপার জনপ্রতি ৪শত টাকা করে বোনাস দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শহীন

প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮৪ সালে এই সংগঠনটি তৈরি করেছিলেন। পরবর্তীতে যারা ক্ষমায় এসেছে তারা শ্রমিক সংগঠনগুলো লুটেপুটে ধ্বংস করেছে। এখন সময় এসেছে সুন্দরভাবে ঘুরে দাড়ানোর । নির্বাচিত শ্রমিকদের দিয়েই এই

সংগঠন পরিচালিত হবে বলেও অনেকে বক্তব্য দেন ।

এ সময়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!