মোঃ আবু সুফিয়ানের লেখা কবিতা ইচ্ছে ঘুড়ি
একটি ডালে দুইটি পাখি
কিচিরমিচির ডাকে,
উড়ছে পাখি নদীর বাঁকে
দেখছি ঝাঁকে ঝাঁকে!
আমার যদি থাকতো ডানা
দেখতাম উড়ে উড়ে,
মনের সুখে বলতাম কথা
বিশ্বটা ঘুরে ফিরে।
হরেক রঙের পাখি আছে
দু’চোখ ভরে দেখি,
মজুদহীন চলছে ওরা
সারা বিশ্বের পাখি!
ভালো লাগে পাখির সমাজ
তাদের মনোবল,
উদরপূর্তি খাবার খেয়ে
ফিরে পাখির দল!
পিঁপড়া থেকে শিক্ষা নিতে
লজ্জা আমার নাই,
মৌমাছিরা অনেক সুন্দর
মধুতে ডুবতে চাই!
ইচ্ছে ঘুড়ি দারুণ আমার
সৃষ্টি জগতের সেরা,
সবাই হলো সবার মতো
সাজানো এই ধরা!
[কিশোরকন্ঠ পাঠক ফোটাম ইসলামপুর থানা শাখা প্রডিযোগীতায় অংশগ্রহণকারী]
সংগ্রহে: জাবির আহমেদ জিহাদ