মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “ডেঙ্গুজ্বর “

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মুহাঃ মোশাররফ হোসেন:

ডেঙ্গু ভাইরাস জনিত রোগ,
এ যেন মহামারী প্রলয়,
এডিস মশা কামড় দিলেই জাগে মৃত্যুর ভয়।

বর্ষা মৌসুমে এ রোগের আক্রমন চোখে পড়ে বেশি, সতর্ক থাকতে হবে আশে-পাশের সকল প্রতিবেশী।

হরেক রকম মশার মধ্যে শুনলে এডিস মশার নাম” আতঙ্কেতে সারা দেশবাসীর গায়ে ঝরে ঘাম।

মশার মধ্যে এডিস মশা হচ্ছে ডেঙ্গু জ্বরের মূল, অবহেলায় ডাক্তার দেখাতে করবেন না কেউ ভুল।

ঝোপ জঙ্গলে থাকলেও মশা মেনে চলে কিছু শর্ত, ডিম পাড়ার জন্য বেছে নেয় পঁচা জমা পানির গর্ত।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী যাচ্ছে হাসপাতালে,

চিকিৎসক সহ বহু মানুষ মারা যাচ্ছে যে অকালে।

ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটাচ্ছে এডিস মশার বংশ, সম্মিলিতভাবে এদেরকে সবাই করতে হবে ধ্বংস।

বাসার কাছে থাকলে হবেনা আবদ্ধ পানির কূপ, পরিষ্কার করে রাখতে হবে আগাছা বনের ঝোপ।

ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায় জুড়ে সুরে, এদের আক্রমন থেকে বাচ্চাদেরকে রাখতে হবে দূরে।

ঘুমাতে গেলে মশারি দিবেন দূরে থাকবে মশা, সচেতন থাকলে আসবেনা রোগ, ঘটবেনা দুর্দশা।

error: Content is protected !!