মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা ” অনুশোচনা”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

  “অনুশোচনা”
মুহাঃ মোশাররফ হোসেন:
প্রতি কদমের হিসাব যদি তুমি
নাও হে আমার প্রভু
এক পাও এগিয়ে যাওয়ার
ক্ষমতা নাই কভু।
ভুলে ভুলে চলছি সদা
মানি না কভু তোমার বাঁধা
চলছি কেবল শয়তানি আর
গোমরাহির কু-পথে’
জানি না মহা-প্রলয়ে কি আচারণ
করবে তুমি আমার সাথে।
তোমার ভয়ে করছে কম্পন
এই অধমের ফুর-ফুরে মন
তোমারি কৃপার পাথার বিশাল
যার নাই কোনো সীমানা!
হে প্রভু! ক্ষুদ্র আমি’ বান্দা তোমার’
করে দাও মোরে ক্ষমা।
error: Content is protected !!