Wednesday, February 5, 2025

মণিরামপুর ভোজগাতি ইউনিয়নে দোনারে সরকারি কবরস্থানে গাছ বিক্রির অভিযোগ

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরে মণিরামপুর উপজেলা ৩নং ভোজগাতি ইউনিয়নে ৩ নং ওয়ার্ড দোনার গ্রামে সরকারি কবরস্থানে একটি  রেন্টি গাছ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ২৪/০৩/২০২৪ ইং তারিখ রবিবার সকালে ভোজগাতি ইউনিয়নে দোনার সরকারি কবরস্থানে এই রেন্টি গাছ  বিক্রয় অভিযোগ পাওয়া যায়।
জানা যায় যশোরে মণিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দোনার গ্রামে সরকারি কবরস্থানের একটি রেন্টি গাছ যার মূল্য ৩৫ হাজার টাকা বিক্রি করেন কুয়াদা সিরাজসিঙ্গা গ্রামের কাদের মোল্লা নিকট তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন স্থানীয়  মসজিদ কমিটির সভাপতি ইউপি সদস্য আমিন হোসেনগণ। এ ঘটনার বিষয় আমিন উদ্দিনের জানতে চাইলে তিনি বলেন আমরা মসজিদ কমিটির সমষ্টিগত ভাবে এ কবরস্থানে রেন্টি গাছটি বিক্রি করে দিয়েছি।
এই টাকা গুলো কবরস্থানে কাজে লাগাবো বলে। তবে এর আগে ও ঐ সরকারি কবরস্থানে থেকে  ৩ টি গাছ বিক্রি করা হয়েছে। এই গাছ বিক্রির ঘটনার বিষয় ৩ নং ভোজগাতী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের কাছে মুঠো ফোনে  জানতে চাইলে তিনি বলেন, এই গাছ বিক্রি সম্পর্কে আমি কিছু জানি না কখনো আমাকে এ বিষয়ে বলেনি তারা। আমি এই সরকারি কবরস্থানের সভাপতি বটে কিন্তু আমাকে কিছু না জানিয়ে কিভাবে এই সরকারি কবরস্থানের গাছটি বিক্রি করলো। তবে কেন বিক্রি করল এই গাছটি বিষয়টি আমি দেখছি বলে জানান। এই ঘটনার বিষয় মনিরামপুর উপজেলা ভূমি কর্মকর্তা আলী হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনার বিষয়টি দ্রুত তদন্ত করছি। কিছুক্ষণ পর অফিস সহায়ক শিমুল হোসেনকে তদন্তভার দেন।
তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে জানতে পারেন  মসজিদ কমিটিরগণ সরকারি কবরস্থানের এরিয়ার ভিতরে একটি বড় রেন্টি গাছ বিক্রি করা সত্যতা স্বীকার করেন বলে জানান। তবে মসজিদ কমিটি জানান এ গাছটি বিক্রি করে কবরস্থানে গেট প্রাচীল তৈরি করবো। তবে রেন্টি গাছটি সরকারি কবরস্থানের মধ্যে অবস্থিত এটা বিক্রি করার আগে কর্মকর্তাদের সাথে আলোচনা করার দরকার ছিল। এই ঘটনার জামে মসজিদ কমিটি গণদের মণিরামপুর ভূমি অফিসে আসতে বলেন ভূমি কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জে অ’বৈধ ইট ভাটায় পুড়ছে কাঠ  নিরব দায়িত্বশীল কর্তৃপক্ষ   

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ইটের ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করার কথা কয়লা। কিন্তু  লোক দেখানো কিছু কয়লা ভাটার...

মগরাহাট কলেজে শুরু আগুনের পরশমনি – ২০২৫

মনোয়ার ইমাম, কলকাতা মগরাহাট কলেজে শুরু হলো বাৎসরিক অনুষ্ঠান "আগুনের পরশমনি - ২০২৫"। অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত ছিলেন বিধায়িকা...

কালীগঞ্জে ভাঙ্গাচোরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মালিয়াট ইউনিয়নের বেথুলীর  খুড়ারবাজারের ত্রিমোহনি থেকে ত্বত্তিপুর বাজার পর্যন্ত প্রায় ৪...

নড়াইল থেকে নি’খোঁ’জ হওয়া নারীর  ম/রদে’হ উ’দ্ধা’র

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল থেকে গত চারদিন আগে নিখোঁজ হওয়া সুরাইয়া শারমিন (৩০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার...