এরশাদ আলীঃ
মনিরামপুর পল্লীতে জমিজমা বিরোধ নিয়ে আপন চাচা সহ পরিবারের নামে একের পর এক মিথ্যা মামলা করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় উপজেলার কদমবাড়িয়া গ্রামের মৃত হাশেম আলির ছেলে হুমায়ূন কবির বাড়ির জমি নিয়ে তার চাচা আতাউল গনির সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে এ নিয়ে হুমায়ূন কবির তার বসত বাড়ি ভেঙ্গে দিয়েছে উল্লেখ করে গত ২৮.০৫.২০২৩ তারিখে চাচা আতাউল গনি তার স্ত্রী রেশমা বেগম ছেলে জাহাঙ্গীর কবির তালাস সহ চার জনকে অভিযুক্ত করে যশোর বিজ্ঞ আদালতে মামলা করেছে মামলাটি তদন্ত চলছে।এ দিকে হুুমায়ন কবিরের স্ত্রী সালমা খাতুন পারিবারিক কলহের কারনে গত ২৩.০৯.২২ তারিখে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে এ ঘঠনা নিয়ে মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে তারপর এ হত্যার ৮ মাস পরে এসে তার স্ত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করেছে এমন অভিযোগ করে গত ১৪.০৬. ২৩ তারিখে আরো একটি মামলা করেছে তাতে আসামী করা হয়েছে চাচা আতাউল গনি ৬০ ছেলে জাহাঙ্গীর আলম তালাস ৩৪ স্ত্রী রেশমা বেগম ৫০ ইছফাক আজম বাবলু সহ চার জনকে যার মামলা নং CR ৫২৫/২৩ ওই মামলায় উল্লেখ করেছে আসামী জাহাঙ্গীর কবির তালাস বাদীর স্ত্রীকে পায় কুপ্রস্তাব দেয় এক পর্যায় স্বামী বাড়ি না থাকার সুযোগে জাহাঙ্গীর তার স্ত্রী সালমার খাতুনের ঘরে ঢোকে তাতে খারাপ প্রস্তাব দেয় তাতে রাজি না হলে তাকে জাপটে ধরে এ সময় সে চিৎকার দিলে আসামীরা ছুটে এসে ছেলে জাহাঙ্গীরকে কিছু না বলে উল্টো সালমাকে গালিগালাজ করে গলায় দড়ি দিয়ে মরে যেতে বলে চলে যায়।এ সময় সালমা খাতুন লোক লজ্জায় অপমান সহ্য করতে না পেরে নিজ ঘরের আড়াই গায়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।এ আত্মহত্যার পর মৃত সালমার ভাই আব্দুর রাজ্জাক সালমার মৃত্যু মনিরামপুর থানায় উপস্থিত হয়ে মৃত্যু সংবাদ প্রসঙ্গে লিখিত অভিযোগ দেয় তাতে তিনি উল্লেখ করেন আমার বোন সালমা খাতুনের ৮ বছর বিয়ে হয়েছে এ পযর্ন্ত কোন সন্তান হয় না যে কারনে সব সময় মানসিক হতাশায় ভুগতে ছিল সে নিজে আত্মহত্যা করেছে।এ ব্যাপারে ভুক্তভোগী আতাউল গনির সাথে কথা হলে তিনি জানান আমি একজন শিক্ষক মানুষ আজ ছয় বছর ধরে বাধ্যক রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছি আমার সাথে ভাতিজার জমাজমি নিয়ে বিরোধ সে আমার পরিবারের নামে মিথ্যা মামলা করে হয়রানি করছে সে একাধিক বিয়ে করেছে সব সময় তার পরিবারে ঝগড়া লেগে থাকে তার স্ত্রী নিজে আত্মহত্যা করেছে তার পর ঘর ভেঙ্গে দিয়েছি এটা মিথ্যা কথা জমি মাফ দিয়ে তার ঘর নিজে সরিয়ে নিয়েছে আমি ঘর ভাঙ্গতে যাব কেন আমার পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে দুইটি মামলা করেছে তাতে একই ব্যাক্তিরা সাক্ষী যারা সাক্ষী তাদের বাড়ি তো অনেক দুরে।