বুলবুল হোসেনের লেখ কবিতা বললে দাদা লাগবে চাঁদা

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

কবিতা

বললে দাদা লাগবে চাঁদা
মোঃ বুলবুল হোসেনঃ

পাড়ার লোকে কি বলেছে ওসব কথা ছাড়ো,
সামনে এসে বলবে কথা সাধ্য আছে কারো।
পরের বাড়ির টাকার অংক বাড়িয়ে দেবো আরো।

ছেলে মেয়ে এখন তারা থাকে কুরিয়াতে,
আসবে যখন আমার দেশে হয় কি অভাব ভাতে
এখন তারা টাকা পাঠায় হয় না কিছু তাতে।

আমার বাপু একই কথা পরের ধনে চলে,
বাধ্য হয়ে আগের পেশায় চলছি ছায়া তলে।

শত লোকের ভিড়ে এখন আমরা ভালো থাকি,
মেধার খরচ খারাপ কাজে দেশকে ভালো রাখি
বললে দাদা লাগবে চাঁদা খবর জানো নাকি।

error: Content is protected !!