অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি এবং টানেল পার হয়ে সকাল ১১টায় আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন।
টানেল উদ্বোধনের পাশাপাশি আরো ১৭টি উন্নয়ন প্রকল্প আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো হলো- নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে (সামনের সড়কে) বঙ্গবন্ধু ভার্টিক্যাল ম্যুরাল, জননেত্রী শেখ হাসিনা সড়ক (বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু টানেল), চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, জেলা পরিষদ টাওয়ার, রাঙ্গুনিয়া উপজেলায় রাঙ্গুনিয়া জেলা পরিষদ ডাকবাংলো, আনোয়ারা উপজেলায় আনোয়ারা জেলা পরিষদ ডাকবাংলো, পটিয়া উপজেলায় শেখ কামাল অডিটরিয়াম-কাম- মাল্টিপারপাস হল, রাউজান উপজেলায় শেখ কামাল কমপ্লেক্স নির্মাণ।
এ ছাড়া চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন উজিরপুর সড়কে ১০ হাজার ৫৮০ মিটার চেইনেজে শিকলবাহা খালের ওপর ৩৯০.৪০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও জাদুঘর চট্টগ্রাম, সিমেন্স হোস্টেল ভবন নির্মাণ, ডিসি পার্ক, পর্যটক বাস, রিভার ক্রুজ ও ফুল ডে ট্যুর সংবলিত সমন্বিত পর্যটন সেবা, স্মার্ট স্কুল বাস সার্ভিস, ১৯১টি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র, চট্টগ্রাম বার্ডস পার্ক ও হাজার বছরের নৌকা জাদুঘর উদ্বোধন করবেন। এ ছাড়াও আরও কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে।
এম,এম,হোসেন/নিউজবিডিজার্নালিস্ট২৪