সোহেল রানাঃ
ফুটবল খেলতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে আকস্মিক ভাবে রাফসান হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নিহত রাফসান নাভারণ যাদবপুর গ্রামের ডালিম হোসেন এর ছেলে ও নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার জানান, রাফসান বন্ধুদের সাথে ফুটবল খেলতি বাড়ি থেকে বের হয়। খেলার এক পর্যায়ে হঠাৎ সে মাটিতে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে দ্রুত তার সহপাঠীরা ও স্থানীয় লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।রাফসানের অকাল মৃত্যতে নিহতের পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।